প্রকাশিত: Thu, May 18, 2023 8:45 AM
আপডেট: Mon, Jan 26, 2026 7:58 AM

পলিটিক্যাল স্পেক্ট্রাম ‘নির্বোধদের খোঁয়াড়’!

আজম খান : পলিটিক্যালি ইনকারেক্ট না হইলে একটা রিসার্চ ডিজাইন খাড়া করানো যাইতো গত এক বছরে বাংলাদেশের মানুষের ফেসবুক অ্যাক্টিভিজম থেকে। রিসার্চ কোশ্চেন হইতো, ‘বাংলাদেশের পলিটিক্যাল স্পেক্ট্রামের এবং ধর্মীয় আইডেন্টিটির কোন অংশের মানুষেরা বেশি নির্বোধ কাজকর্মে অংশ নেয়’? কেস স্টাডি হিসাবে নেওয়া হইতো তিনটা ঘটনা, সুলতান ডাইনসের কাচ্চি বিরিয়ানিতে কুকুরের মাংস পাওয়া ইস্যু, বিদ্যানন্দের ফেসবুক পোস্ট ভ্রমজনিত ইস্যু, চিত্রনায়ক এবং মুক্তিযোদ্ধা ফারুক সাড়ে পাঁচ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন এই ইস্যু। 

রিসার্চ মেথড হইতো কোয়ালিটিটিভ এবং কোয়ান্টিটিভ এপ্রোচের সমন্বয়ে। ডাটা কালেকশন মেথড হইলো ফেসবুক পোস্টের কমেন্ট এবং হাহা রিয়াক্টদানকারীদের তথ্য সংগ্রহ। আমি ছোটখাট একটা চেষ্টা চালাইছিলাম। বেশির ভাগের প্রোফাইলেই তাদের ধর্মীয় আইডেন্টিটি প্রকাশের মাত্রা এবং পলিটিক্যাল ইনক্লাইনেশন পরিষ্কার। তাই তথ্য সংগ্রহে খুব একটা সমস্যা হইতো না।

আমি সামান্য স্যাম্পল কালেক্ট করছিলাম বা অবজার্ভ করেছিলাম তাদের প্রোফাইলে ঘুরে ঘুরে। তাতে যা বুঝলাম এই রকম একটা রিসার্চ যদি আসলেই কন্ডাক্ট করা যাইতো তবে দেশের ইসলামপন্থী ঘরানা এবং এই ঘরানার পলিটিক্যাল স্পেক্ট্রাম ‘নির্বোধদের খোঁয়াড়’ বলে অনায়াসে একাডেমিয়াতে চিহ্নিত হইতো। ফেসবুক থেকে